ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​'পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করা হয়েছে'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৭:৫৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১২:০০:৫৯ অপরাহ্ন
​'পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করা হয়েছে' ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করেছে শেখ হাসিনা পরিবার। চুরি করা ৫৮ হাজার কোটি টাকা দিয়ে ৩টি পদ্মা সেতু করা যেত। খালেদা জিয়ার আমলে যখন পদ্মা সেতু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তখন নির্মাণব্যয় ধরা হয়েছিল ১০হাজার ৫ শত কোটি টাকা। কিন্তু সেই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে ৩২ হাজার কোটি টাকায়। হাজার হাজার কোটি টাকা চুরি করা হয়েছে এই পদ্মা সেতু থেকে।’ 

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে নীলগঞ্জ  ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে শেখ হাসিনা বলেছিল, ‘আমাকে ভোট দিলে ১০ টাকায় চাল খাওয়াবো, কিন্তু এখন ৭০ টাকা কেজি দরে চাল খাচ্ছি। যিনি কথা দিয়ে কথা রাখেন না, তিনি মোনাফেক। বিনামূল্যে সার দেওয়ার কথা ছিল, মানুষ তাতো পায়ইনি উল্টো ১৪শ’ টাকা দিয়ে কিনতে হয়। 

তিনি সবাইকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকাতলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বরের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খন্দকার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. আবুল হোসেন,  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, অ্যাডভোকেট আবুল হোসেন। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ