ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ছটপূজা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৫:৫৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:৫৮:০৯ অপরাহ্ন
​ছটপূজা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
গাইবান্ধায় পালিত হয়েছে ছট বা সূর্য পূজা। ছট পূজা হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। 

সূর্যোপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। 

গাইবান্ধা শহর সংলগ্ন ঘাঘট নদে বুধবার (৬ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীরা ছটপূজা উদযাপন করে।

ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটী মাঈ) প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবন প্রবাহ বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পূজা করা হয় না। ছট পূজার উপবাস অত্যন্ত কঠিন। 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ