ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র

আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৫:৫২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:৫২:২১ অপরাহ্ন
​পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র ​ফাইল ফটো
পার্বত্য জেলা খাগড়াছড়িতে মুখরিত হয়ে উঠছে পর্যটনকেন্দ্রগুলো। সাজেকেসহ ৯টি উপজেলায় পর্যটকদের ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। এখানে যেমন পর্যটকরা মেতেছেন আনন্দে তেমনি স্থানীয় ব্যবসায়ীরাও খুশিতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

জানা গেছে, খাগড়াছড়ির দীর্ঘ এক মাসের বেশি সময় স্থবিরতা কাটিয়ে পর্যটকদের ভ্রমণে খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ির সকল পর্যটন স্পটগুলো। এতে স্বস্তি ফিরবে পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের।

পাহাড়ে পর্যটকদের আনন্দ দেখা দিয়েছে। সকালে কিছু পর্যটক দেখা গিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে খাগড়াছড়ির হোটেল, রিসোর্টগুলোতে।

এদিকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় স্থবির থাকার পর অবশেষে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই সাজেকের পথে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

সাজেক পরিবহণ মালিক সমিতির তথ্য অনুযায়ী, বুধবার (৬ নভেম্বর) সকালে ২৫টি পিকআপ ছাড়াও অসংখ্য সিএনজি ও বাইকে করে পর্যটকরা সাজেকের পথে রওনা দেন।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন পর্যটকদের পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানায়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের স্বাগত জানানো হচ্ছে।

খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এস অনন্ত বিকাশ ত্রিপুরা বরেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এ খাতে অনেকে বেকার হয়ে পড়েছেন। পর্যটন চালু হওয়ায় এ খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, পর্যটকরা যেন নিরাপদে জেলার ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। পর্যটনকে কেন্দ্র করে এখানকার জীবন-জীবিকা গড়ে ওঠেছে। আশা করি আসন্ন পর্যটন মৌসুমে জেলায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।


বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ