ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বিআরটিএ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৫:০০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:০০:২৮ অপরাহ্ন
​অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বিআরটিএ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশের সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিআরটিএ’র চেয়ারম্যান ইয়াছিন মিয়া। বুধবার (৬ নভেম্বর) সকালে বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে বনানীস্থ বিআরটিএ প্রধান কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কথা জানান তিনি।  

সভায় চেয়াম্যান বলেন, অতিরিক্ত জমা ও ভাড়া আদায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, একই সাথে দেশের সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে। কোন চালক ও মালিক বেআইনি কার্যকলাপে লিপ্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক (ইঞ্জি:) সুধাংশু শেখর, উপপরিচালক (ইঞ্জি:) ফারুক আহমেদ, ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহ সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মিরাজ খান, ঢাকা মহানগর সভাপতি মোঃ শাহআলম, শেখ মোজাম্মেল হক বাবু, শাহীন মোল্লা, মোঃ রাসেল, কবির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পরিবহন শ্রমিকদের ৭ দফা দাবিনামা বিআরটিএর চেয়ারম্যানের কাছে পেশ করেন। বিআরটিএর চেয়ারম্যানের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। 

বাংলা স্কুপ/সবি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ