ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​গাইবান্ধায় শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৩:৫৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৩:৫৩:৫৫ অপরাহ্ন
​গাইবান্ধায় শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
গাইবান্ধায় জেলা পরিষদের ডাকবাংলোর শতবর্ষী পুকুর ভরাট ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। বুধবার (৬ নভোম্বর) সকালে শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা পরিবেশ রক্ষার্থে অবিলম্বে ভরাট করা শতবর্ষী পুকুরটি পুনঃখনন, মার্কেট ও অডিটরিয়াম নির্মাণ বন্ধের দাবি জানান। তাঁরা বলেন, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে গাইবান্ধা জেলা পরিষদ দোকান বরাদ্দের কথা বলে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। দোকানপ্রত্যাশীসহ অসহায় মানুষকে কথিত উন্নয়নের গল্প বলে পক্ষে রাখার চেষ্টাও করছে। 

মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ, রাজনীতিক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক ময়নুল ইসলাম রাজা, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদ নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, মিনারা বেগম প্রমুখ। 

উল্লেখ্য, আধুনিক অডিটরিয়াম ও মার্কেট নির্মাণের জন্য ডাকবাংলোর পেছনের শতবর্ষী পুকুরটি ২০২১ সালে মাটি ফেলে ভরাট করা হয়। সেসময় নাগরিক সমাজের আন্দোলন ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় সেই কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে জেলা পরিষদ সম্প্রতি আবারও মার্কেট ও অডিটরিয়াম নির্মাণকাজ শুরু করেছে। 
 
বাংলা স্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ