ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৩:৪১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৩:৪১:০৬ অপরাহ্ন
​সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার ​ফাইল ফটো
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল উদ্ধার করা হয়। 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাজধানীর মনিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা-পুলিশ।’

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া হত্যার ঘটনায় যেসব মামলা দায়ের হয়েছে, তার অনেকগুলোতে আসাদুজ্জামান খান কামাল আসামি। বিগত সরকারের যেসব মন্ত্রী-এমপিদের খোঁজ মিলছে না তাঁদের মধ্যে তিনিও একজন। তবে কিছুদিন আগে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে দেখার খবর নিয়ে শোরগোল ওঠে। তবে তাঁর বৈধভাবে দেশ ছাড়ার কোনও তথ্য পুলিশের হাতে নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে শেখ হাসিনার পতনের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিন্ডিকেট করে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি অনুসন্ধান করছে সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন একটি বিশেষ অনুসন্ধান টিম।

এছাড়াও আসাদুজ্জামান খান ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার স্ত্রী লুৎফুল তহমিনা খান, মেয়ে শাফিয়া তাসনিম খান ও ছেলে সাফি মুদাচ্ছের খানের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এছাড়া তাঁদের কোনো ব্যবসায়িক হিসাব পরিচালিত হলে তাও ফ্রিজ করতে হবে। অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ