ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​মার্চে বিয়ে, নভেম্বরে মেয়ের মা শ্রীময়ী!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০৮:৩১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০৮:৩১:৫১ অপরাহ্ন
​মার্চে বিয়ে, নভেম্বরে মেয়ের মা শ্রীময়ী!
বিয়ের মতো, সন্তান হওয়ার খবরটাও গোপন রেখেছিলেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। কালীপুজোর শুভক্ষণে মেয়ে কৃষভিকে পেয়েছেন তাঁরা। 
অভিনেতা নিজেই সেই খবর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে। তবে বিয়ের মতো, সন্তান হওয়ার খবরটাও তাঁরা গোপন রেখেছিলেন। এমনকি, শনিবার সকালেও হিন্দুস্তান টাইমস বাংলার তরফে ফোন করা হলে, সন্তান হওয়ার খবর উড়িয়ে দেন নতুন মা! পরে কাঞ্চন জানান, বাঙালি বাড়িতে প্রচুর নিয়ম-কানুন। তাই শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁরা গোপন রেখেছিলেন। তিনি আরও জানান, হঠাৎ শ্রীময়ীর শরীরখারাপ হওয়ায় তাঁরা তড়িঘড়ি নিয়ে আসেন হাসপাতালে, আর তারপর সিজার।
তবে এসবের মাঝেও কিন্তু মল্লিক বাড়িতে ঘটা করে হয়েছে কালীপুজো। সেখানকার ছবিগুলো থেকেই আসলে প্রথমে নজরে এসেছিল শ্রীময়ীর বেবিবাম্প। ব্যস আর কী, শুরু হয়ে যায় চর্চা। এরমধ্যে একটি ভিডিয়ো খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল, ডেলিভারির আগেরদিন অবধি চুটিয়ে মজা করেছেন হবু মা। এমনকি, বাড়ির পুজোয় ঢাকের তালে নাচতেও দেখা যায় তাঁকে।
কালীপুজোর দিন ঘরে মেয়ে আসায় আনন্দে উৎফুল্ল দুই পরিবার। দম্পতি তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছেন কৃষভি। যদিও কাঞ্চনের একটি ছেলেও রয়েছে প্রথম স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যার বয়স বর্তমানে ১০ বছর, নাম ওশ।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সবাইকে চমকে দিয়েই আইনি বিয়েটা সের ফেলেন কাঞ্চন আর শ্রীময়ী। তার আগে জানুয়ারি মাসে তাঁর অফিসিয়ালি ডিভোর্স হয় পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও সেপারেশনে ছিলেন বহুদিন। সেই সময় ৫৬ লাখ খোরপোশ দেন কাঞ্চন। এরপর মার্চ মাসে হয় সামাজিক বিয়ে। একেবারে আগুনের চারপাশে ঘুরে, গায়ে হলুদ মেখে, মেহেন্দি পরে সেইসময় সামাজিক বিয়ে করেন তাঁরা।
কাঞ্চনের কন্যা সন্তান আসার খবরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে সাধারণ জনগণ। এমনকি, শুভেচ্ছা জানিয়েছেন পিঙ্কিও। মা-মেয়ে দুজনেরই সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি। আপাতত নেটপাড়া মুখিয়ে রয়েছে ছোট্ট কৃষভি-র দেখা পাওয়ার। এখন দেখার মেয়েকে কবে সকলের সামনে আনেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। সূত্র : হিন্দুস্তান টাইমস।


বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ