যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ
আপলোড সময় :
০৫-০৯-২০২৪ ০২:৪৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৯-২০২৪ ০২:৪৯:৩৫ অপরাহ্ন
বাংলা স্কুপ, ৫ সেপ্টেম্বর ২০২৪:
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনও রয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও ২০টি দেশ রয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখনও বাংলাদেশের নাম দেখা গেছে।
বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে– আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা তালিকায় বাংলাদেশসহ ২১টি দেশ চতুর্থ পর্যায়ের তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা।
মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স