ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিলেন উপদেষ্টা রিজওয়ানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০১:১২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০১:১২:৪৯ অপরাহ্ন
​পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিলেন উপদেষ্টা রিজওয়ানা ​সংবাদচিত্র : সংগৃহীত
পরিবেশ দূষণের খাত চিহ্নিত করতে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত বাংলাদেশ জাতীয় বায়ু মান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এমন তাগিদ দেন তিনি। 
বায়ুদূষণ রোধে নেয়া প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন উঠেছে জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ুদূষণ রোধে নেয়া প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। দূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে, যা রোধে একটি কমিটি থাকবে। ওই কমিটি এর স্বচ্ছতা নিশ্চিত করবে। একই সঙ্গে পরিবেশ অধিদফতরের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে ‘ 
তিনি আরও বলেন, ‘রামপাল, মাতারবাড়ি প্রকল্প থেকে কতটুকু দূষণ হচ্ছে তা পরিবেশ অধিদফতরকেই বের করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। অন্য কারও করা সমীক্ষার উপর ভর করা যাবে না।’ সেইসঙ্গে ভবিষ্যতে ঢাকাকে সবচেয়ে দূষণের শহর থেকে সরিয়ে আনার প্রত্যাশা রেখে উপদেষ্টা বলেন, 
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ