নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি
আপলোড সময় :
০৫-০৯-২০২৪ ০২:৩৪:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৯-২০২৪ ০২:৩৪:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলা স্কুপ, ৫ সেপ্টেম্বর ২০২৪:
শুধু পদত্যাগেই সমাধান নয়, বর্তমান নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ইয়ূথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। একই সঙ্গে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিও জানান তিনি।
জয়নুল আবদীন ফারুক বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। তাই হুকুমদাতা শেখ হাসিনাসহ জড়িত সবার দ্রুত বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না।
নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স