তাবলিগ জামাতের মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১১-২০২৪ ০১:০১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১১-২০২৪ ০২:৪৪:৪৬ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের হাসানের অনুসারীদের মহাসমাবেশে ঢল নেমেছে আলেম-ওলামা ও জনতার। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন তাঁরা। সকাল ৯টা থেকে শুরু হওয়া মহাসম্মেলনটি দুপুর ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পর থেকে পুরো দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। পুরো সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
মহাসম্মেলনে যোগ দেয়া তাবলিগের দুই গ্রুপের বিভক্তি নিয়ে অনুসারীদের মাঝে নানা দ্বন্দ্বের বিষয় সম্মেলনে দেখা গেছে। সম্মেলনে দুই গ্রুপের বক্তার একে অন্যকে বাতিল বলে দাবি করতে শোনা যায়। পাশাপাশি দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দ্বীনের হেফাজতের বিষয় নিয়েও আলোচনা শোনা যায়।
সমাবেশকে কেন্দ্র করে হেঁটে, নিজস্ব পরিবহন, বাস ও মেট্রোরেলে যে যেভাবে পেরেছেন সমাবেশস্থলের দিকে গিয়েছেন। সমাবেশে ঢাকার বাইরে থেকে বিপুল মানুষের আগমনে রাজধানীর প্রায় প্রতিটি স্থানেই সৃষ্টি হয়েছে যানজট। ফলে অফিসগামী মানুষজন পড়েন ভোগান্তিতে।
এর আগে সমাবেশকে কেন্দ্র করে তাবলিগ জামাতের সাদপন্থি ও জোবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকেই বৈঠকে আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে সমাবেশ স্থগিত করার ঘোষণা দেন সাদপন্থিরা। তবে ওই বৈঠকে অংশ নেননি মাওলানা জোবায়ের অনুসারীরা।
উল্লেখ্য, তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্যে গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত।
২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করেন তারা। প্রথম পর্বে এই সম্মেলনে যোগদানকারী জোবায়েরপন্থি ও দ্বিতীয় পর্বে সাদপন্থিরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন। তবে ২০২৫ সালের ইজতেমায় সাদপন্থিরা প্রথম পর্বে ইজতেমা আয়োজন করতে চাইলে এর বিরোধিতা করেন আলেম-ওলামা এবং সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের ডাক দেন তারা।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স