ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কমল স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৮:৪৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৯:১৭:১৬ অপরাহ্ন
​কমল স্বর্ণের দাম ​ফাইল ফটো
ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৫ টাকা কমি‌য়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের পাওয়া যাবে এক লাখ ৪২ হাজার ১৬১ টাকায়। যা আজকেও ছিল এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। 
সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৫৭৫ টাকা করা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৭৪১ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬২৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ২৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৮০ টাকা।

 বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ