শেখ হাসিনার বিরুদ্ধে ২৩৯ মামলা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-১১-২০২৪ ০৭:০৬:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৪ ০৭:০৬:১২ অপরাহ্ন
ফাইল ফটো
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রোববার (৩ নভেম্বর) পর্যন্ত তাঁর বিরুদ্ধে ২৩৯টি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২টি হত্যা মামলা। বাকি মামলাগুলোয় হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এসব মামলার মধ্যে ঢাকার আদালত ও থানাগুলোয় হয়েছে ১৯৯টি।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৫ আগস্টের পর শেখ হাসিনা ছাড়া সর্বাধিক মামলার আসামি হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ১৮৮টি। এরপর সবচেয়ে বেশি মামলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের (১৫৫টি) বিরুদ্ধে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ১২১টি ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১০৭টি মামলা হয়েছে।
সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের বিরুদ্ধে ১০২টি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে ৯৩টি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ৫৫টি, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ৪৮টি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে ২২টি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২৮টি ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে ২২টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলাসহ বিভিন্ন পেশার শীর্ষ পর্যায়ের অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স