রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিববুল্লাহ তাপসের সাত দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিতি না হওয়ায় তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
কৌশিক হোসেন তাপসকে রোববার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
গানবাংলার কৌশিক তাপস গ্রেপ্তার