ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​২০০ মিটার খাদের নিচে বাস, নিহত ২০

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০২:০৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৪:০২:০৩ অপরাহ্ন
​২০০ মিটার খাদের নিচে বাস, নিহত ২০ ​সংবাদচিত্র : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর ) বাসটি ২০০মিটার গভীর খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। 
বাসটিতে ৩৫জনের বেশি যাত্রী ছিলেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে সোমবার সকালে বাসটি খাদে পড়ে যায়।তারা ঘটনাস্থল থেকে যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে- পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উলটে পড়ে রয়েছে।স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন।
আলমোড়া জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তা বিনীত পাল বলেন, ‘১৫জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে।উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।’
এএনআই আল মোড়ার জেলা দুর্যোগ কন্ট্রোল রুমকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত।তবে অন্য সংবাদমাধ্যমে আরও বেশি মৃত্যুর কথা জানানো হয়েছে।
জেলাশাসক অলোক কুমার পাণ্ডে জানিয়েছেন, ৪০ জনের কাছাকাছি যাত্রী ছিলেন বাসটিতে।গাড়োয়াল থেকে কুমায়ুনের দিকে বাসটি যাচ্ছিল।২০০ মিটার গভীর খাদে সেটি পড়ে গিয়েছে।

বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ