শেখ হাসিনাকে ভারতে ঠাই দেয়ায় ক্ষুব্ধ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-১১-২০২৪ ০১:৫২:০২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৪ ০১:৫২:০২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
রোববার (৩ নভেম্বর) ঝাড়খণ্ডের গাড়োয়া বিধানসভায় দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এক জনসভায় হেমন্ত প্রশ্ন তুলে বলেন, ‘কেন হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়া হলো?’
নির্বাচনী জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এমন প্রশ্ন তুলে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জবাব চেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
হেমন্ত অভিযোগ করে বলেন, বাংলাদেশ সম্পর্কে ‘দ্বৈত’ভূমিকা নিচ্ছে কেন্দ্র এবং বিজেপি নেতারা। তিনি বলেন, ‘মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় সংবিধানের সামনে মাথা নত করেছিলেন। তিনি বলেছিলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে। সমাজের সব অংশ সমান অধিকার পাবে। আমি তাকে (মোদি) প্রশ্ন করতে চাই, আপনি কি বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করেছেন? আপনি কেন হাসিনার হেলিকপ্টার ভারতে নামতে দিলেন?’
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স