ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না: ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৮:২৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৯:১৭:৫২ অপরাহ্ন
​মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না: ফখরুল ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
অতীতেও মাইনাস টু ফর্মুলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিরাজনীতিকরণের সমালোচনা করে বলেন, ‘বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার চিন্তা করলে এর ফল ভালো হবে না।’ 
রোববার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীতে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চিন্তা করলে পরিস্থিতি ভালো হবে না বলে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে চাইলেও পারেনি, বিএনপি এক আছে থাকবে।’ দেশে অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ।
নাম উল্লেখ না করে একজন উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করি না, এই মাপের মানুষ এ ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদেরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করি না। আমরা বাংলাদেশকে হাসিনামুক্ত করার জন্য কাজ করেছি। জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দ্রুত করছি।’
দ্রুত নির্বাচনের কথা কেন বলছেন, তার ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘যত দেরি করবেন, তত হাসিনারা আবার ফিরে আসবেন। তাই এখনো বলছি, আবারও বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জঞ্জাল যা আছে, তা সাফ করে ফেলুন। দায়িত্বটা আপনাদের ওপর দেওয়া হয়েছে। আমরা সব সময় সহযোগিতা করেছি। আপনারাও সহযোগিতা করেন। পদে পদে আমরা উসখুস করছি, ক্ষমতায় যেতে চাচ্ছি, এ ধরনের কথা বলে মানুষের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ