সংবিধান সংস্কার কমিশনকে যে পরামর্শ দিলেন ড. কামাল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-১১-২০২৪ ০৪:২৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১১-২০২৪ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা।
শনিবার (২ নভেম্বর) তাঁর মতিঝিলের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় ড. কামাল হোসেন সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দেন ।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।
এ সময় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন।
ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স