ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হামলার ঘটনায় থানায় জিডি

জাতীয় পার্টির শনিবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-১১-২০২৪ ১২:৫১:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৪ ১২:৪৬:৫৪ অপরাহ্ন
জাতীয় পার্টির শনিবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত
বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (২ নভেম্বর) কাকরাইলে দলটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি ডাকা হয়েছিল।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী শুক্রবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

​​​​​​শুক্রবার দুপুরে যে কোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলন থেকে জাপার কর্মসূচি প্রতিরোধের ডাক দেয়া হয়। এরপরই ডিএমপি কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে।

জানা যায়, দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কাকরাইল এলাকায় পুলিশ নিষেধাজ্ঞা দিলে শুক্রবার সন্ধ্যার পর জি এম কাদেরের নেতৃত্বে জাপার শীর্ষপর্যায়ের নেতারা বৈঠকে বসেন। সেই বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে শনিবারের সমাবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় পার্টি। শুক্রবার (১ নভেম্বর) রাত আটটার দিকে জাপা নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ