ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৪ ১১:১৩:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৩:৩৮:০৫ অপরাহ্ন
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার ফাইল ফটো
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। কী মামলায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ। তবে ডিবি কর্মকর্তা রেজাউল করিম মল্লিক বলেছেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চারবারের সংসদ সদস্য এবং শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় ছিলেন। সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবে ১৯৯৬ থেকে ২০০১ সালে দায়িত্ব পালন করা উবায়দুল মোকতাদির ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে দ্বিতীয়বার নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো জয়লাভ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

বাংলা স্কুপ/ প্রতিবেদক /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ