ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১০:২৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১০:২৬:২০ অপরাহ্ন
​নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নেপালে সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তবে তাদের বেতনের সমস্যার সমাধানের ঘোষণা দ্রুত আপনারা পাবেন।’
বুধবার (৩০ অক্টোবর) স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ নারী ফুটলব দল।
তিনি জানান, অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে হাততালি দিয়ে অভিনন্দন জানান উপদেষ্টাগণ।
নারী ও পুরুষ খেলোয়াডদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, তাদের বেতনের সমতার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। নারী ও পুরুষ উভয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। তাদের ব্যাপারে বিসিবি এবং বিএফএফ’র সঙ্গে কথা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।সূত্র : বাসস।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ