ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​অনন্যা পাণ্ডের জীবনে ভরা বসন্ত!

আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০১:৪০:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০১:৪০:৫০ অপরাহ্ন
​অনন্যা পাণ্ডের জীবনে ভরা বসন্ত!
ক্যালেন্ডার বলছে এখনও শীত কড়া নাড়েনি, কিন্তু অনন্যা পাণ্ডের জীবনে ভরা বসন্ত! আম্বানি ঘনিষ্ঠের সঙ্গে গত কয়েক মাস ধরে চাঙ্কি কন্যার প্রেমের জল্পনা তুঙ্গে। আর ২৬তম জন্মদিনে সেই চর্চাতেই কার্যত সিলমোহর দিয়ে দিলেন অন্যন্যার প্রেমিক প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কো। জন্মদিনের সবচেয়ে মিষ্টি আর ভালোবাসামাখা বার্তা এল ওয়াকারের কাছ থেকেই।
২০২২ সালে কৃতি শ্যাননের দিওয়ালি পার্টি থেকে শুরু হয়েছিল অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেমের গুঞ্জন। এরপর বিদেশের রাস্তায় হাতে হাত ধরে ঘোরা থেকে আদরে মাখামাখির ছবি ফাঁস হয়েছে নেটমাধ্যমে। কিন্তু চলতি বছর মে-মাসের গোড়াতেই ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে। ব্রেকআপ যন্ত্রণা সামলে মুভ অন করে ফেললেন অনন্যা।
অনন্যাকে প্রকাশ্যে 'I LOVE You' বলল ওয়াকার
ওয়াকারকে এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে অনন্যার হাসিমাখা মুখের ছবি পোস্ট করেন। ছবিটি খুব সম্ভবত তাঁদের ডিনার ডেটের। ধূসর পোশাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গিয়েছে অনন্যাকে। ক্যাপশনে ওয়াকার লিখেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী! তুমি খুব স্পেশাল! আই লাভ ইউ অ্যানি’। হ্যাঁ, অনন্যাকে ভালোবেসে অ্যানি বলেই ডাকেন ওয়াকার।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। বম্বে টাইমসের খবরে বলা হয়, বিয়েতে ওয়াকারকে নিজের 'পার্টনার' হিসেবে পরিচয় করিয়ে দেন অনন্যাকে। সূত্র জানিয়েছেন, 'বিয়েতে অনন্যাকে ওয়াকার তার সঙ্গী হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। লুকোচুরিও করেননি নায়িকাও। রোমান্টিক গানে তাদের একসাথে নাচতেও দেখা গিয়েছে আম্বানিদের বিয়েতে। পরবর্তীতে ওয়াকারের নামের আদ্যক্ষর গলায় ঝুলিয়ে ঘুরতেও দেখা গিয়েছে অনন্যাকে।
কে এই ওয়াকার ব্লাঙ্কো? 
ওয়াকারের শিকড় সূদূর আমেরিকায়। তিনি শিকাগো, ইলিনয়ের বাসিন্দা। যদিও জীবনের বেশিরভাগ সময় তাঁর কেটেছে ফ্লোরিডার মিয়ামিতে। শোবিজ জগতের সঙ্গে যোগ থাকলেও এখন অবশ্য তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ওয়াকার। প্রাক্তন মডেল এখন আম্বানিদের জামনগরে অবস্থিত রেসকিউসেন্টার ভান্তারায় কাজ করেন। কিন্তু ঠিক কী কাজ করেন ওয়াকার, তা স্পষ্ট নয়। 
আদিত্যর সঙ্গে ব্রেকআপ
জানা যায়, গত মার্চে আদিত্য রায় কাপুর ও অনন্যার বিচ্ছেদ হয়। প্রেম নিয়ে আদিত্য-অনন্য়ার দৃষ্টিভঙ্গি মেলে না, সেই ইঙ্গিত মিলেছিল কফি উইদ করণ-এর সেটে। আদিত্য রয় কাপুর বলেছেন তিনি ‘সিচুয়েশনশিপ’-এ রয়েছেন। জেন জি-র কাছে অতি পরিচিত শব্দ সিচুয়েশনশিপ। এটি এমন সম্পর্ক যেখানে কোনও কমিটমেন্টের গল্প নেই! অনন্যার আবার আপত্তি এই ধরণের সম্পর্কে। আদিত্যর এমন মন্তব্যের পরপরই ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা সটান বলেন, ডেটিং-এর এই নতুন ভাবনাকে অস্বীকার করেন তিনি। সোশ্যাল মিডিয়ার জন্য বা লোক দেখানোর জন্য সম্পর্কের দেখনদারিকে সমর্থন করেন না তিনি।
অনন্যাকে শেষ দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সিটিআরএল-এ। এটি ৪ অক্টোবর নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রশংসা কুড়িয়েছে অনন্যার অভিনয়। সূত্র : হিন্দুস্তান টাইমস

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ