ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-শেখ হাসিনার নাম বাদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০১:০২:০৩ অপরাহ্ন
​ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-শেখ হাসিনার নাম বাদ
জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজসহ ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— শেখ হাসিনা মেডিকেল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। 
এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ