ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রের বিনিয়োগকারীদের জন্য সুখবর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১০:৫০:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১০:৫১:১৫ অপরাহ্ন
নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রের বিনিয়োগকারীদের জন্য সুখবর
নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ৫ বছর শতভাগ কর অব্যাহতি দেওয়া হয়েছে। নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে যেসব নবায়নযোগ্য শক্তি নির্ভর বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসবে সেগুলো সম্পূর্ণ কর অব্যাহতিসহ ১০ বছর পর্যন্ত নানা মাত্রায় কর ছাড় পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্মাণ, মালিকানা ও পরিচালনার ভিত্তিতে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগকারীরা এ সুবিধা পাবেন। সেক্ষেত্রে প্রথম ৫ বছরে শতভাগ কর অব্যাহতি, পরের ৩ বছর ৫০ শতাংশ হারে কর অব্যাহতি ও শেষের ২ বছর ২৫ শতাংশ হারে কর অব্যাহতি দেওয়া হবে।  

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ