দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা-মেয়ে নিহত
আপলোড সময় :
০৩-০৯-২০২৪ ০২:১৮:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৯-২০২৪ ০২:৫৯:১৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলা স্কুপ, ৩ সেপ্টেম্বর ২০২৪:
ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) এবং তাঁর মেয়ে ফেরদৌসি (২০)।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সিলেট মহাসড়কে বেতবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়া পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনবারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতরে ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স