ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০২:০০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৩:৪৭:১৪ অপরাহ্ন
​সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি, তীব্র যানজট ​সংবাদচিত্র : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকরি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে সায়েন্সল্যাব এলাকা। এতে সায়েন্সল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 
সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
 স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে জানিয়ে আন্দোলনকারীরা বলেন, আমরা এই কমিশন প্রত্যাখ্যান করেছি। রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা চাই দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হোক।
গত কয়েক দিন ধরেই ৭ কলেজ মিলে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে পালন করছেন শিক্ষার্থীরা। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ