জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, জুলাই গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের হেড অফিস গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ভলকার তুর্ক বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয় তা নিয়েও কথা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমাদের হেড অফিস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
ঢাকায় ভলকার তুর্ক