ঢাকা , রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ , ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেদের ব্যালন ডি’অর রদ্রির, মেয়েদের বোনমাতির

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১১:৪৮:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৩:৫৩:২৯ অপরাহ্ন
ছেলেদের ব্যালন ডি’অর রদ্রির, মেয়েদের বোনমাতির ব্যালিন ডি’অর জয়ী নারী খেলোয়াড় আইতানা বোনমাতি ও পুরুষ খেলোয়াড় রদ্রি। ছবি : রয়টার্স
ম্যানচেস্টার সিটির জার্সিতে দারুণ করেছেন রদ্রি। তিনটি শিরোপা জিতেছিলেন গত মৌসুমে। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে জিতেছেন শিরোপা। ২০২৩-২৪ মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করায় স্পেন মিডফিল্ডারের হাতে উঠেছে ব্যালন ডি’অর। ৬৪ বছর পর কোনো স্পেন ফুটবলার জিতেছেন বর্ষসেরার এই পুরস্কার। সবশেষ ১৯৬০ সালে স্পেনের লুইস সুয়ারেজ জিতেছিলেন ফ্রেঞ্চ ফুটবল সাময়িকীর দেয়া এই পুরস্কার।
সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৪ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ভিনিসিয়াস জুনিয়র, লাউতারো মার্টিনেজদের টপকে এবার ডি’অর জিতেছেন রদ্রি। এবারের মনোনীত ৩০ জনের তালিকায় ছিলেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানোর রোনালদোর নাম।
মেয়েদের ব্যালন ডি’অর বোনমাতির
মেয়েদের হয়ে টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার আইতানা বোনমাতি। গত মৌসুমে ২৬টি গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্ট করেছেন। জিতেছেন মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ, লিগ টাইটেল, সুপার কোপা ও ন্যাশনস লিগ শিরোপা।
সর্বোচ্চ ৫২ গোল করে যৌথভাবে গার্ড মুলার ট্রফি জিতেছেন গত মৌসুমে পিএসজিতে খেলা কাইলিয়ান এমবাপে ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেন। মাঠের বাইরে ইতিবাচক ভূমিকা রেখে সক্রেটিস পুরস্কার জিতেছেন স্পেন নারী দলের খেলোয়াড় জেনিফার হারমাসো।

২০২৪ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেন

ছেলেদের ব্যালন ডি’অর
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)

মেয়েদের ব্যালন ডি’অর
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ )
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ)
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)

লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)
হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

ছেলেদের বর্ষসেরা ক্লাব
রিয়াল মাদ্রিদ

মেয়েদের বর্ষসেরা ক্লাব
বার্সেলোনা

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ