ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বিদ্যুৎকর্মী হতাহতের ঘটনায় প্রকল্প পরিচালককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৯:২৮:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:৪২:৪৫ অপরাহ্ন
​বিদ্যুৎকর্মী হতাহতের ঘটনায় প্রকল্প পরিচালককে অব্যাহতি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) স্টোর ম্যানেজমেন্ট দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুল আমিনকে (পরিচিতি নম্বর: ১১২৪৭) পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ডিপিডিসি (পিডিএসডি)-এর প্রকল্প পরিচালক করা হয়েছে। একই সঙ্গে জিটুজি প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসনুর রহমানকে (পরিচিতি নম্বর: ১১২৫৮) স্টোর ম্যানেজমেন্ট দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে বদলি করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে ডিপিডিসির এইচআর দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার নীহার রঞ্জন সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.২৮২৯) এই রদবদল করা হয়। 
একই আদেশে পিডিএসডি প্রকল্পের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহেদ মাহবুব ভূঞাকে (পরিচিতি নম্বর: ১১২৭৮) ওই প্রকল্পের প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৫ জুন ২০২৩ তারিখে জারিকৃত দপ্তরাদেশে (স্মারক নং- ৮৭.৪০৪.৪০৯.০৩.০১.০০১.২০২৩.৪৬৫) তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। 
রাজধানীর মানিকনগরে উচ্চচাপ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মী হতাহতের ঘটনা নিয়ে বাংলা স্কুপের অনুসন্ধানী প্রতিবেদনে পিডিএসডি প্রকল্পের কর্মকর্তাদের দায়িত্বহীনতার তথ্য প্রাথমিকভাবে উঠে আসে। এরপরই ডিপিডিসি কর্তৃপক্ষ ওই প্রকল্পের প্রকল্প পরিচালককে তাঁর অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিল।  
জানা যায়, মানিকনগরের ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ করছে। কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সূত্রের দাবি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

দায় এড়াতে টালবাহানা, বোর্ড চেয়ারম্যানের ভর্ৎসনা
 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ