ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি

আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৫:০৬:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৫:০৬:০০ অপরাহ্ন
​তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি ​সংবাদচিত্র : সংগৃহীত
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে পদ্মা ডিপোতে তেল আনলোডের প্রস্তুতিকালে সাদিয়া এন্টারপ্রাইজের তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পদ্মা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ মুহাম্মদ লোকমান এই তথ্য নিশ্চিত করেন।
এই কর্মকর্তা আরও জানান, পদ্মা ওয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেককে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে জেনারেটর বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্যাংকারে থাকা ৬ কর্মচারী আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক একজনকে ঢাকায় পাঠানো হয়। 
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কোস্ট গার্ড যৌথভাবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ট্যাংকারে সাড়ে ৭ লাখ ৭৮ হাজার লিটার পেট্রোল ও ডিজেল ছিল।

বাংলা স্কুপ/চাঁদপুর প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ