ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ঢাকায় আসছেন ডোনাল্ড লু

আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১২:৫৫:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ০১:৪৯:১৩ অপরাহ্ন
​ঢাকায় আসছেন ডোনাল্ড লু ডোনাল্ড লু । ফাইল ছবি
বাংলা স্কুপ,  ৩ সেপ্টেম্বর ২০২৪: 
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার উপায় নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন তিনি।

এর আগে গত মে মা‌সে মা‌র্কিন এক‌টি প্রতিনিধিদলের স‌ঙ্গে ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন ডোনাল্ড লু।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবর, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় মার্কিন  যুক্তরাষ্ট্র। 
এজন্য উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করবে।  ঢাকা ও ওয়াশিংটনের কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগেই মার্কিন দলটি ঢাকা আসবে। জানা যায়, মাসের ১৫ তারিখের দিকে এই দলটি ঢাকা এসে পৌঁছাতে পারেন।

ডোনাল্ড লু ছাড়াও প্রতিনিধিদলের সম্ভাব্য সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপসহকারী প্রতিরক্ষা সচিব লিন্ডসে ডব্লিউ ফোর্ড। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদলের এটিই প্রথম সফর হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ