পুঁজিবাজারে দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১০-২০২৪ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১০-২০২৪ ০৩:০৭:৩২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।
সোমবার (২৮ অক্টোবর) সকালে বাজার স্থিতিশীল করার দাবিতে ‘বাংলাদেশ পুঁজিবাদী ঐক্য পরিষদ’ ব্যানারে মানববন্ধন শুরু করেন তাঁরা।
বিক্ষোভকালে বিনিয়োগকারীরা বলেন, ২০১০ সালেও আমরা এতটা ক্ষতিগ্রস্ত হইনি, যা গত আড়াই মাসে হয়েছি। ২০১০ সালের শেয়ারের দাম কমে ছিল। কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে শেয়ারের দাম ফেসভ্যালু ১০ টাকার নিচে নেমে এসেছে। এতে আমরা নিঃস্ব হয়ে গেছি।
তাঁরা বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে ঠিক মতো জীবন-যাপন করতে পারছি না। সরকারের কাছে আকুল আবেদন পুঁজিবাজারের ২০ লাখ বিনিয়োগকারীকে বাঁচান। কারণ ২০ লাখ বিনিয়োগকারীদের সঙ্গে প্রায় এক কোটি মানুষ সম্পর্কিত।
বিনিয়োগকারীরা জানান, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু বর্তমান বিএসইসির কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স