শেয়ারবাজারে দরপতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১০-২০২৪ ০২:৫৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১০-২০২৪ ০২:৫৩:৩৮ অপরাহ্ন
শেয়ারবাজারের সাম্প্রতিক বড় দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমানকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসির উপপরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।
রোববার (২৭ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
তদন্ত কমিটি গঠনসংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার দরপতনের ধারায় রয়েছে। এই পতনকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে হচ্ছে। এ কারণে বিনিয়োগকারীদের স্বার্থে দরপতনের কারণ খতিয়ে দেখা দরকার।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স