ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশকে নিয়ে ভারত খেলতেই থাকবে : মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০২:৪৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৩:০৭:৪৬ অপরাহ্ন
​ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশকে নিয়ে ভারত খেলতেই থাকবে : মির্জা আব্বাস ​সংবাদচিত্র : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা বিভিন্ন কথা না বলে যদি এক কথায় আসতে পারি, তাহলে দেশ পুনর্গঠিত হবে। আগামী দিনে বিএনপি-জামায়াত একসাথে হয়ে দেশটাকে পুনর্গঠিত করতে পারি কি না, আমাদের দেখতে হবে।
তিনি বলেন, যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে দেশটা পুনর্গঠিত হবে। না হলে এই দেশটা নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না।
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আওয়ামী লীগের লগি-বৈঠা তাণ্ডবের ১৮ বছর’ উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীবিহীন বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও রয়ে গেছেন। ওই দোসরদের রেখে দেশ এগুতে পারে না। ওরা ষড়যন্ত্র করছে। তবে জামায়াত ও বিএনপি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আর আওয়ামী লীগ আসতে পারবে না।
মির্জা আবআস বলেন, লগি বৈঠার নামে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে মামলা করে করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের নেতাদের যারা অন্যায়ভাবে বিচারের নামে হত্যা করেছিল তাদের বিচারের দাবি জানাচ্ছি।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, জামায়াত ও বিএনপি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আর আওয়ামী লীগ আসতে পারবে না।
জামায়াত নেতাকর্মীদের বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সালাম ও শুভেচ্ছা জানান মির্জা আব্বাস। তিনি বলেন, গত রাতে তিনি দলের চেয়ারপারসনকে জামায়াতের আলোচনা সভায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ