ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​খালেদা জিয়ার সঙ্গে তাবিথ আউয়ালের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:২১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:২১:৫০ অপরাহ্ন
​খালেদা জিয়ার সঙ্গে তাবিথ আউয়ালের সাক্ষাৎ ​ফাইল ফটো
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাবিথ আউয়াল। শনিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় এ সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় তাবিথ আউয়ালের সাফল্য কামনা করেন খালেদা জিয়া।
এর আগে বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান তাবিথ আউয়াল। দলীয় নেতাকর্মীরা জানান, এ নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাবিথ আউয়াল। এ সময় তারেক রহমান তাকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বিশেষ নির্দেশনা দেন।
শনিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। 

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ