সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার পেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-১০-২০২৪ ০৮:৫১:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৪ ০৯:৫৬:১৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখতিয়ার বাড়লো। রাষ্ট্রপতির ক্ষমতাবলে এ সংক্রান্ত রুলস অব বিজনেস ১৯৯৬-এ প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী বিশেষ সহকারীরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
বিশেষ সহকারীদের কার্যপরিধি বাড়াতে রুলস অব বিজনেসে নতুন ধারা যুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সই করা রুলস অব বিজনেসের এই সংশোধনী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গেজেট আকারে প্রকাশিত হয়।
এক্ষেত্রে রুলস তিন ‘বি’-এর ক্লজ ২-এর পরে ২ ‘এ’ যুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় বা বিষয়াবলির কার্য সম্পাদনের জন্য একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দিতে পারেন। একজন বিশেষ সহকারী প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে তাকে অর্পিত এই ধরনের কার্যনির্বাহী কার্যাবলি এবং বিশেষ কার্য সম্পাদন বা নিষ্পত্তি করবেন।’
‘রুলস অব বিজনেসের আগের বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী জনস্বার্থে উপদেষ্টা ও বিশেষ সহকারী নিয়োগ করতে পারেন। আগের কার্যপরিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সহায়তা সেবা ও সহায়তা প্রদানের দায়িত্ব দিতে পারেন। তারা প্রধানমন্ত্রীর অর্পিত কাজ সম্পন্ন করবেন।’
প্রসঙ্গত, বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত দুজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও মাহফুজ আলম।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স