ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর সোনারামপুরে গত ১৫/১৬ বছর ধরে হাঁস পালন বেশ জনপ্রিয়তা পেয়েছে।
কীটনাশকমুক্ত প্রাকৃতিক খাবারের সহজলভ্যতা এবং ডিম বাজারজাত করতে সুবিধার কারণে এখানে বেশ কয়েকটি হাঁসের খামার গড়ে উঠেছে।
খামারীরা বলছেন, এ বছর খামারে হাঁসের ভাইরাসজনিত রোগের আক্রমণ ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় লাভের চেয়ে লোকসানের আশংকাই বেশি। তবুও বহুদিনের পেশা লোকসান হলেও লাভের আশায় হাসপালন করে আসছে খামারীরা। এখানকার খামারের হাসের ডিম স্থানীয় এলাকায় পুষ্টি যোগানে ভূমিকা রাখছে।
খামারীরা আরো বলেন, হাঁসের ভাইরাসজনিত রোগসহ বিভিন্ন রোগের কারণে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ডাক্তারের কাছে গেলেও তেমন সহযোগিতা পাচ্ছেন না। তাছাড়া কোন ডাক্তারও হাঁসের খামার পরিদর্শনে আসে না বলে অভিযোগ করেন তারা।
বাংলা স্কুপ/লোকমান/ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি/এসকে
ভিডিও :
youtube.com/watch?v=00KprIzr1DI