ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তার ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০১:৪৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৬:৫৯:১৪ অপরাহ্ন
জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তার ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে। ১৮ নভেম্বর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। 
রোববার (২৭ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।  অপর দুই বিচারপতি হলেন: মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আসামিদের সবার বিরুদ্ধে গণহত্যা প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ড. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তৌফিক ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জাহাঙ্গীর আলম।
এদিকে, জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে দ্বিতীয় দিনের মতো বিচারকাজের জন্য বসা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ কর্মকতাদের বিরেুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আলাদা দুটি আবেদন করেছে প্রসিকিউশন টিম।
এর আগে গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বাংলা স্কুপ/এম শাহরিয়ার/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ