রংপুরে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন
আপলোড সময় :
২৬-১০-২০২৪ ১০:২২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৪ ১০:২৩:২৬ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়ন শাখার হিন্দু কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটির সভাপতি মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস। পাঁচ সদস্যর কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ-সম্পাদক কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণ ও অর্থ-সম্পাদক দেউতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পীরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার তাঁদের নাম ঘোষণা করেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ। তিনি জানান, পর্যায়ক্রমে অন্যান্য সদস্যদেরও নাম ঘোষণা করা হবে।
এর আগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জামায়াতের স্থানীয় নেতারা ছাড়ায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি ও রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক হিন্দুদের নিয়ে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এভাবে পর্যায়ক্রমে জেলার সবখানেই জামায়াতের হিন্দু শাখা কমিটি গঠন করা হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স