দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী : প্রেস সচিব
আপলোড সময় :
২৬-১০-২০২৪ ১০:০০:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৪ ১০:০০:২৪ অপরাহ্ন
ফাইল ফটো
দেশে ফ্যাসিজম সৃষ্টিতে গণমাধ্যমের ব্যর্থতাও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যমবিষয়ক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, কোনো গণমাধ্যম বন্ধ হবে না। অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক।
দীর্ঘদিন ভালো সাংবাদিকতা হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, গত সরকারের সময়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে রিপোর্ট করা হয়নি।
গণমাধ্যমের ওপর সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না মন্তব্য করে তিনি আরো বলেন, আগের সরকারের মতো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয়, এটি নিশ্চিত করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স