রাষ্ট্রপতির অপসারণ : সিদ্ধান্ত জানায়নি বিএনপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৪ ০৮:৩৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১০-২০২৪ ১২:০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
রাষ্ট্রপতির অপসারণসহ তিনটি বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তাঁরা জানান, কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও রাষ্ট্রপতিকে যে যেতেই হবে সে বিষয়ে বিএনপির সঙ্গে তাদের আলোচনা হয়েছে। বিএনপিও তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে হাসনাত সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি অপসারণে বিএনপির অবস্থান বদলানোর জন্য তাদের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি বলেন, গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। ফ্যাসিবাদ বিলুপ্তের আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ।
হাসনাত বলেন, আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি। আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি।
এসময় জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন বলেও জানান হাসনাত। তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছি। তারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতিকে অপসারণ চায়।
আগামীতে এসব বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ।
এসময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে অনড় আছেন তারা।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সাতজন অংশ নেয়। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ৯ জনের পরিচয় দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।
তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদিব।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স