ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বাফুফের নতুন সভাপতি তাবিথ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৭:৩৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৯:৫৩:০৭ অপরাহ্ন
​বাফুফের নতুন সভাপতি তাবিথ ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। 
হোটেল ইন্টার কন্টিনেন্টালে শনিবার (২৬ অক্টোবর) দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাফুফের নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মোট ভোট পড়েছে ১২৮টি। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তাঁর বিপক্ষে সভাপতি পদে নির্বাচন করা একমাত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ভোট দিতে আসেননি।
এর মধ্য দিয়ে কাজী সালাউদ্দিন যুগের টানা ১৬ বছরের অবসান ঘটিয়ে নতুন সভাপতির দেখা পেলো বাফুফে। সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
সাবেক ফুটবলার তাবিথ আউয়াল সালাহউদ্দিনের সময় একাধিকবার বাফুফের সহসভাপতি ছিলেন।
এবার ২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়েছেন জয়ের জন্য। সভাপতি পদে লড়াই করছেন দুজন তাবিথ আউয়াল ও দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের। সিনিয়র সহ সভাপতি পদে কেবল ইমরুল হাসানই প্রার্থী ছিলেন। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ