কৃষিপণ্য ছাড়াই রাজশাহী থেকে প্রথম দিন ছেড়ে গেল বিশেষ ট্রেন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৪ ০৭:২১:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৪ ১০:৪০:৩৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জে প্রথম দিনে কোন কৃষিপণ্য ছাড়াই ছেড়ে গেছে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তের কৃষিপণ্য পৌঁছে দেওয়ায় বিশেষ ট্রেন। শনিবার (২৬ অক্টোবর) থেকে নতুন করে চালু হওয়া এ ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রেলের দায়িত্বরতরা বলছেন, সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কৃষিপণ্যেবাহী ট্রেনটি। পরে রাজশাহী রেলস্টেশনে এসে পৌঁছায় সোয়া এগারটায়।
শুরুতে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে সবজি নেয়ার জন্য থামলেও কোনো প্রকার সবজি উঠায়নি কেউ। তবে কিছু মুরগির ডিমের খাঁচি নেওয়া হয়েছে।
ফলে কৃষিপণ্য না থাকায় এই বিশেষ এই ট্রেনটি খালি যেতে দেখা গেছে। প্রতিদিন পণ্যবাহী এ ট্রেনের ৫ টি বগির মধ্যে ১২০ টন পণ্য আনা-নেয়ার সুবিধা থাকবে। কেজিপ্রতি সবজি বা কৃষিপণ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ টাকা ৩০ পয়সা এবং রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা পড়বে ঢাকায় পৌঁছানোর খরচ ।
সপ্তাহে একদিন শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছাবে এই কৃষি ট্রেন। পণ্য না থাকার বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, তারা প্রচার চালালেও পরিবহনে আশানুরূপ সাড়া মেলেনি। তাই আগামীতে বিভিন্ন উদ্যেগ গ্রহণ করে ভালো সাড়া পাওয়া যাবে।
পশ্চিমাঞ্চল রেলের সহাকারী বাণিজ্যিক বর্মকর্তা একেএম নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা স্কুপ/রাজশাহী প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স