ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৬:১৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৬:১৭:০৫ অপরাহ্ন
​খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রাকের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় মো. রায়হান সরকার নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাতে কুড়িল বিশ্বরোড কুড়াতলি এলাকায় দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়েছেন। 
২৮ বছর বয়সী নিহত কনস্টেবল রায়হান সরকার রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুস সোবাহানের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রায়হান ছিলেন বড়।
খিলক্ষেত থানার এসআই মো. আব্দুল আজিজ বলেন, “শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে কুড়াতুলি এলাকায় পুলিশের গাড়ি থেকে নামছিলেন রায়হান। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে রাত ১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।”
শনিবার (২৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রায়হানের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
রায়হানের স্ত্রীর বড়ভাই কাউসার আলী বলেন, রায়হান ২০১৬ সালে পুলিশে যোগ দেন। পাঁচ বছর আগে বিয়ে করেন।
খিলক্ষেত থানায় দেড় বছর ধরে কর্মরত রায়হান কুড়াতলি এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ