ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৪:৫৩:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৪ ১০:০১:০৩ অপরাহ্ন
​হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৬ অক্টোবর) তাঁকে ওই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে  ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত রিমান্ড মঞ্জুর করেন। 
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মঈনউদ্দীন আবদুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

ভিডিও : মঈন ৫ দিনের রিমান্ডে

শেখ পরিবারের সদস্য মঈনউদ্দীন গ্রেপ্তার
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ