ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলের হামলা

আপলোড সময় : ২৬-১০-২০২৪ ১০:২৪:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৩:৩৯:১১ অপরাহ্ন
ইরানে ইসরায়েলের  হামলা হামলার পর ইরানের রাজধানী তেহরান। সংগৃহীত ছবি
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আকাশ হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।

বিবিসি জানিয়েছে, কোন স্থানে আঘাত হানা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চলতি মাসের শুরুর দিকে ইরান থেকে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় এই জবাব দিল ইসরায়েল।

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান নিহত হওয়ার পর ইরান ওই হামলা চালিয়েছিল। ইরানের পরমাণু ও তেল স্থাপনায় হামলা চালানো হলে ওই অঞ্চলে সংঘাত আরও বাড়তে পারে- এই আশঙ্কায় এ ধরনের স্থাপনাকে নিশানা না করতে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই হামলাকে ব্যর্থ বলে উড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বিবিসিকে বলছেন, এ ধরনের ঘটনার পর ইরানের তরফে সাধারণত এমনই প্রতিক্রিয়া দেখানো হয়।

বিবিসি লিখেছে, সিরিয়াতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে সেখানে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সেগুলো ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

পেন্টাগন জানিয়েছে, এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। হোয়াইট হাউস এই হামলাকে 'আত্মরক্ষার মহড়া' বলে বর্ণনা করেছে।

বাংলা স্কুপ /এইচ বাশার/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ