ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র বৃদ্ধি পাচ্ছে : সারজিস

আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৫:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৭:৩৭:৪৭ অপরাহ্ন
​আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র বৃদ্ধি পাচ্ছে : সারজিস ​সংবাদচিত্র : সংগৃহীত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোনো রাজনৈতিক দল হবে না, এটা শতভাগ ঠিক। তবে এই ব্যানারে যেসব মানুষরা আছে তারা যদি অন্য কোনো নামে বা ব্যানারে রাজনৈতিক দল বা রাজনীতি করতে চায় সে বিষয়ে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে।’ 
তিনি আরও বলেন, এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাব কিনা, সেটা এখনও আলোচনার বিষয়। তবে আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। 
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব এ কথা বলেন সারজিস আলম। 
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেটা ভেঙে গেছে। তবে সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এ জন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটআপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।’
ছাত্রদের মধ্যে কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করলে কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে তাঁদের বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।
মতবিনিময় সভায় সারজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। 
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃৃৃবৃন্দসহ মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ