ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​ঘরে পড়ে ছিল মা-মেয়ের লাশ, স্বামী উধাও

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:১৪:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:১৪:৩৪ অপরাহ্ন
​ঘরে পড়ে ছিল মা-মেয়ের লাশ, স্বামী উধাও
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের মুখ দিয়ে সাদা লালা বের হচ্ছিল।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর এলাকার ছাত্তার ভিলা বাড়িটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় পর পালিয়েছে নিহত গৃহবধূর স্বামী।

নিহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু (১৫)। জাহেদা স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন।

প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন ওই বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যান। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের নিথর মরদেহ পরে আছে। খবর পেয়ে দেবপুর ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

বু‌ড়িচং দেবপুর ফাঁড়ির এসআই সাইদুল ইনলাম জানান, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষক্রীয়ার আলামত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/আরএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ