ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২১ সদস্য নিয়ে ​জাতীয় বেতন কমিশন গঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:২০:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫১:১৬ অপরাহ্ন
২১ সদস্য নিয়ে ​জাতীয় বেতন কমিশন গঠিত ফাইল ছবি
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণে সরকার জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে।  বৃহস্পতিবার (২৭জুলাই) অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

কমিশনের পূর্ণকালীন সদস্য হলেন-ড. মোহাম্মদ আলী খান, এনডিসি (সাবেক সচিব), মোঃ মোসলেম উদ্দীন (সাবেক হিসাব মহানিয়ন্ত্রক), মোঃ ফজলুল করিম (সাবেক রাষ্ট্রদূত)। এই কমিশন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও শিল্পপ্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সময়োপযোগী কাঠামো প্রণয়নের লক্ষ্যে সুপারিশ করবে। বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি পেনশন, ইনক্রিমেন্ট, বিশেষায়িত চাকরির জন্য পৃথক কাঠামো, মূল্যস্ফীতি অনুযায়ী সমন্বয়, এবং জনসেবা উন্নয়নে দক্ষতা বৃদ্ধির উপায় সম্পর্কেও কমিশন মতামত দেবে। কমিশন তার প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ৬ (ছয়) মাসের মধ্যে সরকারের নিকট চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে। 

কমিশনের খণ্ডকালীন সদস্যরা হলেন- আহমেদ আতাউল হাকিম (সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক), ড. মোহাম্মদ জাহিদ হোসাইন (সাবেক সরকারি কর্মকর্তা), ড. জিশান আরা আরাফুন্নেসা (সাবেক সচিব), মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর, এনডিসি, ড. মোঃ হাবিবুর রহমান (ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক), মিজু তহমিনা বেগম (সাবেক গ্রেড-১ কর্মকর্তা), অধ্যাপক মোঃ মাকছুদুর রহমান সরকার, এফসিএমএ (চেয়ারম্যান, হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ সামছুল আলম ভূঁঞা (প্রফেসর, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), ড. এ.কে.এম. মাসুদ (প্রফেসর, আইপিই বিভাগ, বুয়েট), অধ্যাপক সৈয়দ আতিকুল হক (সাবেক চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়), অধ্যাপক এ. কে. এনামুল হক, পিএইচডি (মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান)।

মনোনীত প্রতিনিধি সদস্যরা হলেন- জনপ্রশাসন, জননিরাপত্তা, আইন ও বিচার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত প্রতিনিধি, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রবিধি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান) এবং অতিরিক্ত সচিব (বাস্তবায়ন)। সদস্য-সচিব হবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিযুক্ত একজন সচিব বা অতিরিক্ত সচিব (পূর্ণকালীন)। প্রয়োজনে কমিশন খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ