বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ৩০ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-০৭-২০২৫ ১১:১২:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-০৭-২০২৫ ১১:১২:১৯ পূর্বাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বর্ষণের কারণে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, মৃত্যুর ঘটনাগুলো বেইজিংয়ের উত্তরের পার্বত্য জেলা মিয়ুন ও ইয়ানছিংয়ে ঘটেছে। কয়েকদিনের মধ্যে বেইজিংয়ে প্রায় এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বেইজিংয়ে গত বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়। সোমবার তা বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে তীব্র আকার ধারণ করে। শিনহুয়া জানায়, বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩.৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। শহরটির বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৬০০ মিলিমিটার।শিনহুয়া আরও জানায়, বৃষ্টিপাত শুরু হলে বেইজিংয়ের ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি হয়েছে। সোমবার রাত ১২টা পর্যন্ত ১৩৬টি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সবচেয়ে তীব্র বৃষ্টিপাত হয় শনিবার বেইজিংয়ের পাহাড়ি হুয়াইরো এলাকায়। সেখানে এক ঘণ্টায় ৯৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।বেইজিংয়ের মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানছিংয়ে ২ জন মারা গেছেন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম মৃত্যুর সময় বা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি।
সোমবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিং এবং হেবেই, জিলিন ও শানডং প্রদেশে “গুরুতর প্রাণহানি ও সম্পদের ক্ষতি” হয়েছে এবং তিনি “সর্বাত্মক উদ্ধার তৎপরতা” চালানোর নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী লি ছিয়াংও বলেছেন, বেইজিংয়ের মিয়ুন জেলায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় “গুরুতর প্রাণহানি” ঘটেছে।সোমবার বেইজিং সর্বোচ্চ মাত্রার বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়।মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তর চীনের বৃহত্তম জলাধার মিয়ুন রিজার্ভারে ৭৩০ মিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হয়েছে এবং রবিবার বিকেল থেকে ১২০ মিলিয়ন কিউবিক মিটার পানি ছেড়ে দেওয়া হয়েছে।
বেইজিং কর্তৃপক্ষ বাসিন্দাদের অনুরোধ করেছে যেন তারা নিচু অঞ্চলের নদী ও জলাধারগুলোর ধারে না যান। কারণ পানির স্তর আরও কিছুদিন উঁচু থাকতে পারে।চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন মঙ্গলবার জানিয়েছে, বেইজিংয়ের বন্যা ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জরুরি ভিত্তিতে ২০০ মিলিয়ন ইউয়ান (২৭.৯ মিলিয়ন ডলার) বরাদ্দ করা হচ্ছে।এ অর্থ মূলত মিয়ুন ও হুয়াইরো এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবহণ, পানি, চিকিৎসা ও অন্যান্য অবকাঠামো এবং গণসেবামূলক সুবিধা মেরামতের কাজে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
এছাড়া চীনের অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার বেইজিংসহ অন্যান্য প্রদেশে দুর্যোগ ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য আরও ৩৫০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স